নাটোরে ট্রাকের ধাক্কায় এক পুলিশ নিহত হয়েছেন।
শহরের বড়হরিশপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিষ্ণুপদ পালের বাড়ি বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামে। তিনি নাটোর কোর্টের অ্যাসিস্ট্যান্ট টাউন ফর ইন্সপেক্টর (এপিএসআই) পদে কর্মরত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল মতিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন বিষ্ণুপদ। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দুই শিশু পুলিশ লাইনসে খবর দেয়। পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের পাশ থেকে আহত বিষ্ণুপদকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।