চট্টগ্রামের রাউজান উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মোহাম্মদ আরহাম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের বঙ্গেরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আরহাম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার মো. জসিমের ছেলে।
গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদ্দীন আহমেদ বলেন, আরহাম নানাবাড়ি বেড়াতে এসেছিল। রোববার দুপুরে সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।