বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাক্টরের চাপায় নিহত দম্পতি, দুই সন্তান হাসপাতালে

  •    
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০১

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের ৩০ বছর বয়সী সইবুর রহমান ও তার স্ত্রী ২৯ বছর বয়সী রেহেনা বেগম। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ১২ বছরের শাকিলা আক্তার ও তিন বছর বয়সী রাফি আহত হয়েছে।

নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তাদের দুই শিশু সন্তানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মান্দা-নিয়ামতপুর সড়কের সোনাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের ৩০ বছর বয়সী সইবুর রহমান ও তার স্ত্রী ২৯ বছর বয়সী রেহেনা বেগম। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ১২ বছরের শাকিলা আক্তার ও তিন বছর বয়সী রাফি আহত হয়েছে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে মোটরসাইকেলে সইবুর তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মান্দা উপজেলার কালিকাপুর গ্রামে শ্বশুড় বাড়ি যাওয়ার পথে মান্দা-নিয়ামতপুর মহাসড়কের সোনাপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। এ সময় রেহেনা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সইবুর।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর