ঢাকার সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি পুকুর থেকে স্যুটকেসবন্দি এক অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে নিউজবাংলাকে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ নাছির উদ্দিন।
তিনি বলেন, 'সকালে ওই পুকুরে স্যুটকেস ভাসতে দেখে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ কল করে স্থানীয় লোকজন। খবর পেয়ে স্যুটকেসভর্তি মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। দুপুরের পর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ স্যুটকেসবন্দি করে রাতে কোনো এক সময় পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
এসআই শেখ নাছির বলেন, ‘লাল রঙের স্যুটকেসে মৃতদেহটি ভাঁজ করে রাখা ছিল। তার বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি ছিল। চুলে রং করা ছিল।'
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।