রাজশাহীতে একটি ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নগরের মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকার লোটাস ছাত্রাবাস থেকে রোববার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা। তিনি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ফাইনাল পরীক্ষা শেষে ফলের জন্য অপেক্ষা করছিলেন। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়।
একই ছাত্রাবাসে থাকা সাক্ষরের বন্ধু আতিকুর রহমান নিউজবাংলাকে জানান, শনিবার রাত ১২টার দিকে সাক্ষর ঘুমিয়ে পড়েন। রোববার বেলা ১১টা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হলে বন্ধুরা ডাকডাকি করেন। তাতে সাড়া না পাওয়ায় ভেন্টিলেটর ভেঙে লাঠি ঢুকিয়ে দরজা খোলেন বন্ধুরা।
সাক্ষরের আরেক বন্ধু সোহেল জানান, তারা ঘরে ঢুকে সাক্ষরকে অচেতন অবস্থায় পান। তাকে রুয়েটের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস নিউজবাংলাকে জানান, হাসপাতালে নেয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্য ছাত্রদের ধারণা সাক্ষর স্ট্রোক করে মারা গেছেন। সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।’
রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল আউয়াল জানান, তিনি বেলা ১২টার দিকে সাক্ষরের সহপাঠীদের কাছ থেকে বিষয়টি জেনেছেন।