আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সদর আসনের সংসদ সদস্যকে (এমপি) ধাওয়া দিয়েছে ছাত্রলীগ।
শহরের শহিদ খোকন পার্কে শহীদ মিনারে এমপির ফুল দেয়া শেষে রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ তার লোকজন নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে পার্ক থেকে বের হয়ে নওয়াব বাড়ি সড়কের রানা প্লাজার সামনে এলে তাকে রাজাকার বলে স্লোগান দেন ছাত্রলীগের কর্মীরা। এরপর সিরাজকে ধাওয়া দেন তারা।
তাকে ধাওয়া দিয়ে সদর পুলিশ ফাঁড়ি পর্যন্ত যান ছাত্রলীগের কর্মীরা। তখন সিরাজ তার লোকজন নিয়ে ফাঁড়িতে আশ্রয় নেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির নিউজবাংলাকে বলেন, ‘সিরাজ নির্ধারিত সময় না মানার কারণে শহীদ মিনারে ছাত্রলীগের একটি গ্রুপের সঙ্গে হালকা ঝামেলা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’
এমপি সিরাজের অভিযোগ, ‘রাজনৈতিক নেতৃত্বের অভাবে শহীদ মিনারের মতো স্থানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যারা অপকর্ম করেছে তারা জানে না, কোথায় তারা হামলা করেছে।’
তবে ছাত্রলীগের দাবি, প্রধানমন্ত্রী ও সরকার নিয়ে কটূক্তি করায় নেতা-কর্মীরা এমপির লোকজনকে ধাওয়া করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস নিউজবাংলাকে বলেন, ‘ফুল দিয়ে ফেরার পথে বিএনপির সাংসদ দলীয় নেতা-কর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছিলেন। এ কারণে ছাত্রলীগের ছেলেরা তাকে হালকা ধাওয়া দিয়েছে। বড় কোনো কিছু ঘটেনি।’
এ ঘটনার পর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।