করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ। প্রতিবছরের মতো এবার হবে না অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন।
তাই বন্ধুরা মিলে ঠিক করল নিজেরাই বানিয়ে ফেলবে শহীদ মিনার। কলাগাছ কেটে মোড়ানো হলো পুরোনো পত্রিকায়। বড়দের কাছ থেকে টাকা নিয়ে চারপাশ সাজানো হলো রঙিন কাগজ ও বেলুন দিয়ে।
এত সব কাজ শেষ করতে করতে তখন গভীর রাত। ভোরে ঘুম থেকে উঠে শুরু হলো ফুল সংগ্রহের পালা। কেউ নিয়েছে বাড়ির উঠানের কুমড়ো ফুল, কেউ নিয়েছে পুকুরপাড়ের কলমি ফুল। আবার কেউ কেউ শিমুল ফুলও কুড়িয়ে এনেছে।
তারপর সারি বেঁধে নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় শিশুরা।
এমন উদ্যোগের নেপথ্যে আছে কুমিল্লার আদর্শ নগর উপজেলার বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে অন্য স্কুলের শিক্ষার্থীরাও।
স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র জিহান নিউজবাংলাকে বলে, ‘এবার স্কুলে যাইতে না করছে। স্কুল বন্ধ। আমডা (আমরা) হগ্গলে (সবাই) মিল্লা (মিলে) শহীদ মিনার বানাইছি।’
বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘এ বছর শিক্ষার্থীদের নিয়ে স্কুলের শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে পারিনি। তবে শুনেছি কিছু ছাত্র কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। বিষয়টা খুব ভালো লেগেছে। শিশুদের এমন উদ্যোগ খুবই ইতিবাচক।’