চট্টগ্রামের লোহাগাড়ায় ধরা পড়া মেছোবাঘটি চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার বেলা ১১টার দিকে লোহাগাড়ার রশিদার পাড়ার একটি পুকুরের পাড় থেকে মেছোবাঘটি আটক করে স্থানীয়রা। বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘটি উদ্ধারের পর বিকেলে চুনতি অভয়ারণ্যে ছেড়ে দেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, মেছোবাঘ আটকের বিষয়টি জানতে পেরে চুনতি বন বিভাগকে জানানো হয়। তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়।
চুনতি বিট কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার প্রাণীটিকে মেছোবাঘ বলে চিহ্নিত করে বলেন, উদ্ধার করা মেছোবাঘটি প্রায় দুই ফুট লম্বা। বিকেলে একে চুনতি অভয়ারণ্যে ছেড়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, ‘প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যাসহ নানা কারণে গত কয়েক দশকে প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।’
বন্য প্রাণী আইন-২০১২ অনুযায়ী, মেছোবাঘ সংরক্ষিত প্রজাতির প্রাণী। একে হত্যা বা কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।