মাদারীপুর সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইদুর রহমান ভূইয়া নামে এক গ্রাম্য ডাক্তার নিহত হয়েছেন।
উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে শনিবার দুপুরে সংঘর্ষের সময় আহত হয়েছেন আরও দুই জন।
৩৮ বছর বয়সী নিহত সাইদুর একই গ্রামের সোবাহান ভুইয়ার ছেলে।
স্থানীয় লোকজনের বরাদ দিয়ে পুলিশ জানায়, পশ্চিম ছিলারচর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ফেরদৌস তালুকদারের সঙ্গে রহমান মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় তিন জন। তাদের মধ্যে সাইদুর রহমান ভূইয়াকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. নাসিরউদ্দিন জানান, দুইপক্ষের সংঘর্ষে এক জন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।