মেয়ে শিশুটির মা অভিযোগ করেন, বুধবার দুপুরে পাখির বাসা দেখানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত দুই শিশু। মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
বরগুনায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ।
বরগুনার হেউলীবুনিয়া এলাকা থেকে শনিবার সকালে তাদের আটক করা হয়।
ওই শিশুর মা অভিযোগ করেন, বুধবার দুপুরে পাখির বাসা দেখানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত দুই শিশু। মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত দুই শিশুকে আটক করে পুলিশে দেয়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান জানান, মেয়ে শিশুটিতে পুলিশের সুরক্ষায় নেয়া হয়েছে। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটক শিশুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।