বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণ শেষের আগেই ভূমি অফিসে ধস

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:২৭

ইউএনও বলেন, ‘নিশ্চয়ই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে, নয়তো এ অবস্থা হওয়ার কথা না। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভবন নির্মাণ কাজ শেষ না হতেই সামনের অংশ ধসে পড়েছে।

পরিকল্পনা মোতাবেক কাজ না করায় এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ভবন ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে ভূমি অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউজবাংলাকে জানান কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মহসিন মিয়া।

তিনি জানান, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে ২০২০ সালের নভেম্বর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজের দরপত্র আহ্বান করে। খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝিতে ওই ভূমি কার্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরুর প্রায় দুই মাসের মাথায় ভবনের সম্মুখভাগ ধসে পড়ে।

কর্তৃপক্ষের অভিযোগ, ভবন নির্মাণে ইট, বালু, রড, সিমেন্ট আনুপাতিক হারে প্রয়োগ করা হয়নি। এতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খলিলুর রহমান খান বলেন,‘কাজে কোনো অনিয়ম হয়নি। ভূমি কার্যালয়ের ভবন নির্মাণের কাজের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়েছে।’

কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মহসিন মিয়া জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ভবনের ওই অংশ ভেঙে পড়েছে।

তিনি বলেন, ‘আমি নির্মাণাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে তাকিয়ে দেখি ওই ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে।’

তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, ‘ভবন ধসে পরার খবর শোনার পর এ বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি, ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় এবং অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাইরের অংশ। তবে এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। তবে সিডিউল মোতাবেক কাজ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

‘নিশ্চয়ই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে, নয়তো এ অবস্থা হওয়ার কথা না। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর