ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একটি বেসরকারি হাসাপাতালের নার্সকে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের ২২ বছর বয়সী হালিম হোসেন ও টাকিয়ারপোতা গ্রামের ২১ বছর বয়সী হজরত আলী।
সৈয়দা নাফিস সুলতানা জানান, উপজেলার চরপাড়া বাজার এলাকায় এক নার্সকে উত্ত্যক্ত করছিলেন দুই যুবক। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত গিয়ে ঘটনার সত্যতা পায়। ওই দুই যুবক তাদের দোষ স্বীকার করলে আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরীসহ উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।