তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। চালক আনসার আলীকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
রংপুর মহানগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নগরীর ধান গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জমান নিউজবাংলাকে বলেন, রংপুরের মিঠাপুকুর থেকে মোটরসাইকেলে আসছিলেন দুই যুবক। নগরীর ধান গবেষণা কেন্দ্রের সামনে একটি পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। চালক আনসার আলীকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।