ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করে পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর উপজেলার পলিয়ানপুর, শ্রীনাথপুর ও শ্যামকুড় থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
খালিশপুর-৫৮-এর বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীনাথপুরের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ তিন জন, শ্যামকুড়ের একাশিপাড়া থেকে নারী, শিশুসহ ১২ জন, একই এলাকা থেকে সুরমা বিশ্বাস নামে এক ভারতীয় বৃদ্ধ নাগরিককে এবং পলিয়ানপুর থেকে চার জনকে আটক করা হয়।
তাদের বাড়ি ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নড়াইল, বরিশাল ও পিরোজপুর জেলায়।
বিজিবি তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করেছে। মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।