ব্রাহ্মণবাড়িয়ায় মাছবোঝাই ট্রাক্টরচাপায় নিহত হয়েছে মোটরসাইকেলের তিন আরোহী। আহত হয়েছে একই মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী।
কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়ার মো. পায়েল, কুটি ইউনিয়নের মাইঝকার গ্রামের রামপুরের মো. ইকবাল ও কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের মো. আমজাদ।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়ার মো. হাসান।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) যুবাইদুল হাসান নিউজবাংলাকে জানান, স্থানীয়রা আহত চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিন জনের মৃত্যু হয়। হাসানের অবস্থা আশঙ্কাজনক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে।