বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাশাপাশি ক্লাস রোল, প্রাণও হারালেন একসঙ্গে

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০২:০৫

মেকাট্রনিক্স বিভাগের চিফ ইন্সট্রাক্টর সহিদুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রবেশপত্র নেয়ার জন্যই তারা এসেছিল কি না- বলতে পারছি না। সকালে কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোন দিলে আমি জানাই, শনিবার থেকে প্রবেশপত্র দেব। এর কিছুক্ষণ পরই দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পাই।’

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকাট্রনিক্স বিভাগের দুই শিক্ষার্থী মিনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। দুইজনই চর্তুথ সেমিস্টারের শিক্ষার্থী, তাদের রোল নম্বরও পাশাপাশি। মিনারুল ইসলামের রোল ১১৫৪২১ আর মোস্তাফিজুর রহমানের ১১৫৪২২। দুই বন্ধু একসঙ্গেই থাকতেন সবসময়; প্রাণও হারালেন একসঙ্গে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাইসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘরিয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন মিনারুল ও মোস্তাফিজুর। এ সময় ট্রাকের ধাক্কায় নিহত হন তারা।

মিনারুল চাঁপাইনবাবগঞ্জের গনকা মিল্কীর সেরাজুল ইসলামের ছেলে; মোস্তাফিজুর গোপালগঞ্জের রেজাউল করিম সেলিমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকাট্রনিক্স বিভাগের চিফ ইন্সট্রাক্টর সহিদুল ইসলাম জানান, মিনারুল ও মোস্তাফিজুর ছিলেন দুই বন্ধু। তাদের রোল নম্বরও পাশাপাশি ছিল।

তিনি বলেন, ‘এসএসসি পাশের পর আমরা শিক্ষার্থীদের ভর্তি নেই। ৪ বছর মেয়াদি আমাদের কোর্স। প্রতি বছরে দুটো সেমিস্টার। ওরা দুই বছর পার করছিল। আগামী সপ্তাহ থেকেই চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

‘সেই পরীক্ষার প্রবেশপত্র নেয়ার জন্যই তারা এসেছিল কি না- বলতে পারছি না। সকালে কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোন দিলে আমি জানাই, শনিবার থেকে প্রবেশপত্র দেব। এর কিছুক্ষণ পরই দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বেলা সাড়ে ১১টার দিকে বারঘরিয়ায় পলিটেকনিকের দুই শিক্ষার্থীকে বহনকারী বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে যান; তবে পথেই মারা যান তারা।

ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর