ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিডস্টোর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বাসিল গ্রামের হামিদ কারী ও মেহেরাবাড়ী গ্রামের জাকির হোসেন।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জহির উদ্দিন জানান, মোটরসাইকেলে দুই জন সিডস্টোর বাজার এতিমখানার সামনে ইউটার্ন নেয়ার সময় একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই হামিদ মারা যান। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় জাকিরের মৃত্যু হয়।
জাকিরের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মোটরসাইকেলটি কিছু দিন আগে জাকিরকে তার বড় ভাই কিনে দেন ভাড়ায় চালানোর জন্য।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন, তবে বাসটি জব্দ করা হয়েছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।