নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয় হেফাজত নেতারা।
বৃহস্পতিবার বিকেলে শহরের প্রেসক্লাব ভবনে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়।
এতে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘ডিআইটি মসজিদসহ সিটি করপোরেশন এলাকার অন্যান্য মসজিদ কমিটির সঙ্গে আইভীর অসৌজন্য আচরণ ন্যায্য নয়। এ ধরনের আরচণ পরিহার করুন। অন্যথায় বৃহত্তর আন্দোলন ডাকা হবে।’
এর আগে শনিবার সন্ধ্যায় আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ হেফাজতের নেতাদের শামীম ওসমানের ভাড়া করা গুন্ডা বলে অভিহিত করেন আইভী। হেফাজত নেতারা ভাড়াটে গুন্ডা সেজে ফতোয়া দিয়ে নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এই প্রসঙ্গ টেনে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আমরা সাংসদ শামীম ওসমানের ভাড়াটে গুন্ডা নই। মেয়র আইভী আমাদেরকে রাজনৈতিকভাবে ভিন্ন দিকে নেয়ার অপচেষ্টা করছে।’
সংবাদ সম্মেলনে মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ বলেন, ‘মেয়র আইভী মসজিদ মাদরাসা সংরক্ষণের আন্দোলনের সঙ্গে দলীয় বিভেদ একাকার করে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘৩ ফেরুয়ারি বাগে জান্নাত মসজিদটি সিটি করপোরেশনের জায়গায় নির্মিত হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে মাসদাইর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা উচ্ছেদ করেছেন আইভী। তার নির্মিত কথিত পার্ক ওলামারা চায় না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা, মীর আহম্মদ, অর্থ সম্পাদক মাওলানা দেলায়ার হোসেনসহ ওলামা পরিষদ ও হেফাজতের নেতাকর্মীরা।