কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে যৌতুক না পেয়ে তার স্ত্রীকে বিকৃত যৌনাচারে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রীর করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিচারিক হাকিম আদালত এ আদেশ দেয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকৃতি জানানোর জেরে মঙ্গলবার রাতে ওই গৃহবধূকে কৌশলে ঘুমের ওষুধ সেবন করান তার স্বামী। পরে বিকৃত যৌনাচার করে তাকে গুরুতর আহত করেন।
এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেন ওই গৃহবধূ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আট বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় ওই গৃহবধূর ওপর নির্যাতন চালান তার স্বামী। বাবার কাছ থেকে কয়েক দফায় ওই নারী ৫ লাখ ১০ হাজার টাকা এনে দেন। দেড় মাস আগে জমি কেনার কথা বলে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী।
মঙ্গলবার ওই গৃহবধূ তার বাবার বাড়ি থেকে আর টাকা আনার বিষয়ে অপারগতা প্রকাশ করেন। এর জেরে তার স্বামী তাকে মারধর করেন। পরে রাতে তাকে কৌশলে ঘুমের ওষুধ দেন স্বামী। গৃহবধূ ঘুমিয়ে গেলে তার স্বামী বিকৃত যৌনাচার করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তার স্বামী পালিয়ে যান।
পরে গুরুতর আহত গৃহবধূকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান জানান, সকালে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।