বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

’৪১-এ বাংলাদেশ উন্নত দেশ: তাজুল

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৮

মন্ত্রী বলেন, ‘অবাধ কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব না। সে জন্য অনেক শিল্পকারখানা স্থাপন করতে হবে। এ লক্ষ্যে অনেকগুলো ইকনোমিক জোন করা হয়েছে। এসব জোনে হাজার হাজার শিল্পকারখানা স্থাপিত হবে। উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে।’

যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সূচকে উন্নতি হওয়ায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয় থেকে উন্নত দেশের কাতারে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

জামালপুর শহরে মির্জা আজম অডিটরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অবাধ কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব না। সে জন্য অনেক শিল্পকারখানা স্থাপন করতে হবে। এ লক্ষ্যে অনেকগুলো ইকনোমিক জোন করা হয়েছে। এসব জোনে হাজার হাজার শিল্পকারখানা স্থাপিত হবে। উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে।’

বাংলাদেশ এখন আর কারও মুখাপেক্ষী নয় দাবি করে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো। আর এখন ২ হাজার ডলারের বেশি।’

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও পৌর মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি ।

জামালপুর শহরে ১ হাজার আসনের শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অডিটরিয়ামটি নির্মাণে ১৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে করে জেলা পরিষদ।

এ বিভাগের আরো খবর