মাদারীপুরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭৫০ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও মাদারীপুর থানা পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহরে জেলা প্রশাসকের ডাকবাংলো ও খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকা থেকে আলাদা অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা মঠের বাজার এবং ডেপুটি কমিশনারের বাংলোসংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে উভয় জায়গা থেকে বিপুল পরিমাণ জাটকা আটক করি।’
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুউদ্দিন গিয়াস জানান, ‘যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাটকা বহনকারী ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়।'
পরে মাদারীপুর শহরের প্রায় ৪০টি এতিমখানায় জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। নিয়মিত এ অভিযান চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।