গাজীপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর ১১ দিন পর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মর্জিনা নামে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী স্বাধীন আলীকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মালেক খসরু এই তথ্য নিশ্চিত করেছেন।
মর্জিনার বাড়ি টাঙ্গাইল দেলদুয়ার থানার ইয়াসিন গ্রামে। স্বামী স্বাধীনের সঙ্গে তিনি থাকতেন গাজীপুরের কোনাবাড়ির সেলিম নগর এলাকার একটি ভাড়া বাড়িতে। ওই এলাকায় গৃহকর্মীর কাজ করতেন মর্জিনা।
তার ছেলে মনিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, অনেক দিন ধরেই তার বাবা-মার মধ্যে কলহ চলছিল। এর জেরে ৭ ফেব্রুয়ারি সকালে মর্জিনার শরীরে আগুন লাগিয়ে দেন স্বাধীন। তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
মনিরুল জানান, বৃহস্পতিবার সকালে বাবার বিরুদ্ধে তিনি মামলা করেছেন।
জিএমপি কোনাবাড়ী থানার পরিদর্শক মালেক বলেন, বৃহস্পতিবার সকালে মর্জিনার ছেলে মামলা করলে পুলিশ স্বাধীন আলীকে গ্রেপ্তার করে।