গাইবান্ধার ফাঁকা রাস্তায় হ্যান্ডেল ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা বাজারের একডালা এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুমন মিয়া, একই উপজেলার দাড়িদহ কুপা গ্রামের মো. আব্দুল্লাহ ও মো. শাকিল।
থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, চালক হাত ছেড়ে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তখন রাস্তার মাইলফলকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিন আরোহীই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সুমন ও শাকিলের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় মৃত্যু হয় আব্দুল্লাহর।