বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাণ বাঁচাতে গর্তে গন্ধগোকুল

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৩৩

‘এই প্রাণীটির নাম Large Indian Civet বা গন্ধগোকুল। অঞ্চলভেদে ভাম, বাগডাসা নামেও ডাকা হয়। এগুলো মূলত নিশাচর প্রাণী।’

লোকালয়ে বিরল প্রাণী দেখে উৎসুক জনতা পিছু নিয়েছিল। পেছন পেছন তাড়া করে ঢিল ছুড়ে নাস্তানাবুদ করে প্রাণীটিকে। প্রাণ বাঁচাতে গর্তে ঢুকে পড়ে প্রাণীটি। পরে স্থানীয় এক ব্যক্তির হস্তক্ষেপে জনরোষ থেকে মুক্তি মেলে গন্ধগোকুলের।

ঘটনা বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলার কাকরাইন নয়াপাড়া বাগান বাড়ি এলাকার।

পরে সন্ধ্যা নাগাদ একটি স্বেচ্ছাসেবক দলের উপস্থিতিতে গন্ধগোকুলটি হস্তান্তর করা হয় উপজেলা বন কর্মকর্তার কাছে।

স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা নিউজবাংলাকে বলেন, ‘সকাল ১০টার দিক দিয়া দেখতাছি পোলাপান ওইটারে ইটা মারতাছে। পোলাপান ওইটার পিছনে দৌড়াইতে ছিল। পরে ওইটা পলায় গিয়া গর্তের মইদ্দে ঢুকছে। আমি গিয়া কইলাম কী হইছে। পোলাপান কয় ক্যাঙারুর মতন একটা বড় ল্যানজা।

‘গর্তটার চারদিকে বেড়া। পরে গিয়া দেখি নতুন একটা প্রাণী। আগে এইটারে কখনও দেখি নাই। পরে একটা ঝাক্কি জাল নিয়া গর্তটার মুখে কয়েকজন পোলাপান দিয়া ধরাইলাম। অ্যারপর একটা লম্বা কোটা নিয়া আমি গুঁতা দিলে ওইটা বাইর হইয়া ঝাক্কি জালের মধ্যে ঢুইকা পড়ে। ওইটারে আমি সারা দিন যত্ন কইরাই রাখছি। কারণ আমি পশুপাখি অনেক পছন্দ করি তো। মায়া নাগে তো এইগুনার নাইগা। পরে সন্ধ্যা বেলা সরকারি অফিসাররা আইসা ওইটারে নিয়া গেছে ‘

প্রাণী নিয়ে কাজ করা ডিপি ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউয়ের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ সরমা নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে বন্য প্রাণী ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রাণীটিকে উদ্ধারে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এই প্রাণীটির নাম Large Indian Civet বা গন্ধগোকুল। অঞ্চলভেদে ভাম, বাগডাসা নামেও ডাকা হয়। এগুলো মূলত নিশাচর প্রাণী।

‘এরা সর্বভুক। এদের খাবার তালিকায় হাঁস, মুরগি, ছোট পাখি, পোকামাকড়, সাপ, ব্যাঙ থেকে শুরু করে বিভিন্ন ফল, বিভিন্ন গাছের শিকড় পর্যন্ত অন্তর্ভুক্ত। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ থাকায় কোনো চিকিৎসার প্রয়োজন হয় নাই। পরে উপজেলা বন কর্মকর্তার কাছে গন্ধগোকুলটি সন্ধ্যায় হস্তান্তর করা হয়।’

ধামরাই উপজেলা বন কর্মকর্তা মজিনুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘প্রাণীটা উদ্ধার করে আমরা নিজেদের হেফাজতে রেখেছি। আগামীকাল নিরাপদ কোনো জঙ্গলে প্রাণীটি অবমুক্ত করা হবে।’

এ বিভাগের আরো খবর