লক্ষ্মীপুরে স্বর্ণের চেইনকে কেন্দ্র করে গৃহবধূ রাশেদা বেগমকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার মামলায় মাইন উদ্দিন নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এই ঘটনা ঘটে। পরে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর রাশেদা বেগমের ভাই বাদী হয়ে গৃহবধূর দেবরের শ্বশুরবাড়ির লোক মাইন উদ্দিন, শাহজাহান, লিটন ও আশরাফকে আসামি করে মামলা করেন।
রাশেদা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘গৃহবধূর ভাই একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’