ঢাকার সাভার, ঝিনাইদহের হরিণাকুন্ডু ও চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
সাভার: উপজেলার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আজাহার শাওন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নিহত হন।
মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
নিহতের সহপাঠী সঞ্জয় গাঙ্গুলী নিউজবাংলাকে বলেন, ‘ইউনিভার্সিটি থেকেই আশুলিয়ার একটি গার্মেন্টসে ইন্টার্নশিপ করছিল শাওন। গত ১ ফেব্রুয়ারি সে ওই গার্মেন্টসে যোগ দেয়। প্রতিদিন উত্তরার বাসা থেকে নিজের মোটরসাইকেলে অফিসে যাওয়া-আসা করত সে।
‘কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে আশুলিয়া ব্রিজের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাওন। পরে খবর পেয়ে অনেক রাতে আমরা আশুলিয়া থানা থেকে লাশ নিয়ে আসি।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম নিউজবাংলাকে বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিতে আবেদন করে তার পরিবার। পরে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।
ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া এলাকায় বাসের ধাক্কায় রাহুল ইসলাম রাতুল নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রান্ত নামের আরও এক যুবক।
বুধবার সকালে কাপাশহাটিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল হরিণাকুন্ডু উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ‘সকালে মোটরসাইকেলযোগে রাহুল ও প্রান্ত ঝিনাইদহ শহরে আসছিল। বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহুল ও প্রান্ত গুরুতর আহত হন।
‘সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।’
চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. তুহিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ওই থানার কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাজা রামপুর গ্রামের মো. বেলালের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, ভোরে কদমতলী মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সদরঘাট থানা পুলিশকে ঘটনার ব্যাপারে জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।