চুয়াডাঙ্গা শহরে সাবেক স্বামীর হামলায় এক নারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আটক করা হয়েছে হামলার অভিযোগ থাকা ব্যক্তিকে।
চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
আটক সাবেক স্বামী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্য ছিলেন। আর ওই নারী চুয়াডাঙ্গার একটি বেসরকারি সংস্থায় কর্মরত।
সদর হাসপাতালে চিকিৎসাধীন নারী নিউজবাংলাকে জানান, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিজিবি সদস্যের সঙ্গে দুই বছর আগে তার বিয়ে হয়। বিজিবি সদস্যেরও আগে বিয়ে হয়েছিল। দুজনেরই আগের পক্ষের একটি করে সন্তান আছে।
বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ছিল বলে জানান ওই নারী। তিনি বলেন, এর জেরে গত ৩০ জানুয়ারি তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তখন থেকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন সময় হুমকি দিতেন সাবেক স্বামী। এর পরিপ্রেক্ষিতে বিজিবিতে নালিশ জানালে তাকে (স্বামী) বরখাস্তও করা হয়।
ওই নারীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে শেষ বারের জন্য দেখা করতে তাকে পুলিশ পার্কে ডাকেন সাবেক স্বামী। সেখানে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে তার মুখে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। পরে তার (নারী) চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান সাবেক স্বামী। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন জানান, ওই নারীর অবস্থা আশঙ্কামুক্ত। তবে তার মুখের বাম দিক ক্ষত-বিক্ষত হয়েছে। সেখানে অনেকগুলো সেলাই দেয়া লেগেছে।
ছুরি দিয়ে হামলার অভিযোগের বিষয়ে ওসি জিহাদ জানান, সাবেক স্বামী তার হাতে থাকা চাবির রিং দিয়ে আঘাত করেছেন। তিনি আটক আছেন। মামলা হলে আইনি প্রক্রিয়া শুরু হবে।