বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: বাড়িতে ঢুকে কিশোরীকে টানাহেঁচড়া

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৪৮

১৩ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে যায় ছেলেটি। মেয়েটির বাড়িতে কেউ না থাকায় কিশোরটি চার বন্ধু মেয়েটির হাত ধরে টানাহেঁচড়া ও ধস্তাধস্তি করে। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা।

গাইবান্ধার ফুলছড়িতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীর বাড়িতে ঢুকে টানাহেঁচড়া ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে প্রতিবেশী চার কিশোরের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযোগে চার কিশোরের বিরুদ্ধে ফুলছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ১৪ বছর বয়সী মেয়েটির বাবা।

এরপর মামলার প্রধান আসামি এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ফুলছড়ি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী। কিছুদিন আগে তাকে অভিযুক্ত কিশোর প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে মেয়েটি। এরপর থেকে তাকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করছিল।

১৩ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে যায় ছেলেটি। মেয়েটির বাড়িতে কেউ না থাকায় কিশোরটি ও তিন বন্ধু মিলে মেয়েটির হাত ধরে টানাহেঁচড়া ও ধস্তাধস্তি করে শ্লীলতাহানি ঘটায়। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা।

১৪ ফ্রেব্রুয়ারি মেয়েটির বাবা চার কিশোরের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলনের কাছে। এরপর থেকে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। মঙ্গলবার প্রধান অভিযুক্তকে আটক করে পুলিশ।

এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিতে চাইলেও অভিযুক্ত কিশোর হওয়ায় তা সম্ভব হয়নি।

পরে মেয়েটির বাবা ফুলছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে সেই মামলায় আটক কিশোরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে কিশোরীকে শ্লীলতাহানির প্রমাণ পাওয়া গেছে। চার কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর