চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান চালিয়ে আটটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাঙ্গুনিয়া, রাউজান ও লোহাগড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন রাঙ্গুনিয়ায়, গালিব চৌধুরী রাউজানে এবং নুরজাহান আক্তার সাথী লোহাগড়া উপজেলায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক জমির উদ্দিন নিউজবাংলাকে বলেন, রাঙ্গুনিয়ার শাহ আমানত ব্রিকস ও খাজা ব্রিকস, রাউজানের মদিনা ব্রিকস ও এসবিএল ব্রিকস এবং লোহাগড়ার শাহপীর ব্রিকস, চুনতি ব্রিকস, মদিনা অটো ব্রিকস ও আখতারাবাদ কালু ব্রিকসকের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া এ সব ইটভাটায় তৈরি বেশ কিছু কাঁচা ইট এবং ইট তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।
বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি ও চন্দনাইশের অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জমির উদ্দিন।