বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রকে ছুরিকাঘাত ও এক ছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে বিআরটিসি কাউন্টারের এক কর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশ রফিক নামের এক অভিযুক্তকে আটক করেছে।
প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টারে যান। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এ সময় ফারজানাকে লাঞ্ছিত করেন তিনি। সজলকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে দেড়টার দিকে বেশকিছু শিক্ষার্থী ঘটনাস্থলে যান। বেলা ২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন তারা। এ সময় বিআরটিসির বাস কাউন্টারও ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, তিনি কয়েকজন শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
ওসি বলেন, ‘রফিককে আটক করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’