ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভোলায় মেঘনা নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে তারেকুর রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৫ বছর বয়সী তারেকুর রহমান রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের হিরণ হাওলাদারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরাজ মাঝির ট্রলারে তারেকুল মেঘনায় ইলিশ ধরতে যায়। নদী থেকে জাল তোলার সময় তারেকুরের গাঁয়ের চাদর ট্রলারের ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফরিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।