সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদে ট্রলার ডুবে তিন জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে নয় জনকে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া লঞ্চ ঘাটের কাছে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তিন জন হলেন খাজরা ইউনিয়নের কাপষণ্ডা গ্রামের বাবুর আলী সরদার, শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা গ্রামের আব্দুল আজিজ ও শফিকুল ইসলাম। তারা সবাই বাধ নির্মাণ শ্রমিক।
ট্রলারচালক নূর ইসলাম জানান, বেড়িবাধের জিআই বস্তায় বালু ভরার জন্য তারা যাচ্ছিলেন। কিন্তু প্রবল স্রোতে তাদের ট্রলার উল্টে যায়।
ঘটনাস্থলে পৌঁছালেও দুপুর পর্যন্ত আশাশুনি ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করতে পারেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খুলনা থেকে ডুবুরি আনার পর উদ্ধার অভিযান শুরু হবে। তবে ট্রলারটি নদে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে আহতদের মধ্যে শ্রীউলা ইউনিয়নের বকচরার মাফুয়ার রহমানকে খুলনার কয়রার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।