বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হুজুরের সঙ্গে নামাজ: নিখোঁজ তিন মাদরাসা শিক্ষার্থী

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:০২

নিখোঁজ তিন শিক্ষার্থী হচ্ছে ১২ বছরের রবিউল ইসলাম, ১১ বছর বয়সী শিপন মিয়া ও ৯ বছরের শরিফ বাবু।

গাইবান্ধার সাদুল্লাপুরের আমজাদ হোসেন নূরানি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় হুজুরের সঙ্গে ফজরের নামাজ পড়ার পর তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোমবার দুপুরে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করেছেন এতিমখানার শিক্ষক মেহেদী হাসান।

মেহেদী হাসান সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘রোববার ভোরে এতিমখানার আট শিক্ষার্থীসহ ফজরের নামাজ পড়ি। এর পর ছাত্ররা তাদের বিছানাপত্র ঠিকঠাক করছিল। কিছুক্ষণ পর আট জনের মধ্যে তিন জনকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকি।’

তিনি বলেন, ‘ছাত্ররা কোথায় গেছে কোনো হদিস নেই। সবখানেই তো খোঁজ করা হচ্ছে। এখন তো অভিভাবকরা সব দায় আমার উপর চাপাচ্ছে। আমার কী দোষ! কোরআনের আলো ছড়াতে এসে আমি মহাবিপদে পড়ছি।’

নিখোঁজ তিন শিক্ষার্থী হচ্ছে ১২ বছরের রবিউল ইসলাম, ১১ বছর বয়সী শিপন মিয়া ও ৯ বছরের শরিফ বাবু।

এদের মধ্যে রবিউলের বাড়ি সাদুল্লাপুরের তিলকপাড়া গ্রামে। সে ওই গ্রামের রশিদুল ইসলামের ছেলে। শিপন একই গ্রামের রেজাউল করিমের ছেলে এবং শরিফ পলাশবাড়ীর আশমতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এরা সবাই এতিমখানায় পবিত্র কোরআনে হেফজ শিক্ষার্থী।

নিখোঁজ শরিফের বড় ভাই শরিফুল ইসলাম একই এতিমখানায় হেফজ শিক্ষার্থী।

শরিফুল বলেন, ‘ফজরের নামাজ সবাই পড়ছি। পরে হুজুর আমাক কইলো তোমার ভাই কই; দেখছি না। পরে শুনি রবিউল আর শিপনও নাই। এখনও ভাইকে খুঁজে পাচ্ছি না।’

সন্তান নিখোঁজের খবর পেয়ে শিপনের বাবা রেজাউল করিম ছুটে যান এতিমখানায়।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘কষ্ট করে মাস মাস মাদরাসায় টেকা দেই। ছোল হাফেজ বানামু। এখন ছোল কোনটে খুঁজি।’

এ বিষয়ে এতিমখানার পাঁচ শিক্ষার্থীর মধ্যে লিমন মিয়া বলেন, ‘ওমরা (নিখোঁজ শিক্ষার্থী) কাকো (কাউকে) কিছু কয় নাই। কোনটে গেছে; কবার পাই না।’

এতিমখানায় দায়িত্বরত হাফেজ শিক্ষক মেহেদী হাসান সম্পর্কে আরেক শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘হুজুর তো ভাল। সবাক হুজুর খুবি আদর করে। বারবার পড়া কয়া দেয়। পড়া না পালেও হুজুর কাকো মারে না।’

এ বিভাগের আরো খবর