বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুড়ালের কোপে নিহত

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫৭

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিপক্ষের কুড়ালের কোপে ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ৫৫ বছর বয়সী ইউসুফের বাড়ি একই গ্রামে।

ইউসুফের ভাতিজা শাকিল জানান, বিকালে প্রতিবেশী আনোয়ার সহযোগীদের নিয়ে তাদের বাড়ির কাছে রাস্তা কাটতে যান। এ সময় তার চাচা ইউসুফ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায় আনোয়ার কুড়াল দিয়ে ইউসুফকে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুর রশীদ ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর