বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপহরণ : ৬ কিশোরসহ গ্রেপ্তার ১০

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০২

কফিল উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে গ্রেপ্তার ৬ কিশোরকে সংশোধনাগারে এবং বাকি চারজনকে কারাগারে পাঠায় আদালত।

চট্টগ্রামে কফিল উদ্দিন নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ছয় কিশোরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি নগরীর দুই নম্বর গেট থেকে বহদ্দারহাট যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন মোহাম্মদ কফিল উদ্দিন। এ সময় সিএনজিতে যাত্রীবেশে আরও কয়েকজন ওঠেন। সিএনজিটি বহদ্দারহাটের কাছাকাছি পৌঁছালে কফিলউদ্দিনের গলায় ছুরি ধরে যাত্রীবেশে থাকা অপহরণকারীরা। সেখান থেকে তাকে চান্দগাঁও থানার সিএন্ডবি বিসিক শিল্প এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে কফিল উদ্দিনের পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর পরিবারের পাঠানো ৫ হাজার টাকা এবং কফিল উদ্দিনের সঙ্গে থাকা ৭ হাজার ৮৫০ টাকা এবং মোবাইল ফোন নিয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

মুক্তি পেয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কফিল উদ্দিন চান্দগাঁও থানায় অপহরণ মামলা করেন।

কফিল উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে গ্রেপ্তার ছয় কিশোরকে সংশোধনাগারে এবং বাকি চারজনকে কারাগারে পাঠায় আদালত।

এ বিভাগের আরো খবর