কক্সবাজার পৌরসভায় গাড়িতে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে পরিচ্ছন্নকর্মী ও পিকআপ মালিক সমিতির সদস্যদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন কক্সসবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।
তিনি জানান, পৌরসভা পিকআপ মালিক সমিতির কার্যালয়ের পাশেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের ময়লা ফেলার জায়গা। কার্যালয় থেকে পিকআপ বের করার সময় এক ময়লার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির পরই উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা পৌর এলাকার বাজারঘাটা সড়ক অবরোধ করে রাখে পিকআপ মালিক সমতির সদস্যরা।