বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালোবাসার দিনে ‘পাখির জন্য ভালোবাসা’

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৬

এ বছর ক্যাম্পাসের আশেপাশের কয়েকটি টিলার ১৪টি গাছে ১৪টি হাঁড়ি বেঁধে দেয়া হয়েছে।

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’। ভালোবাসা দিবসে সংগঠনটি আয়োজন করে ‘পাখির জন্য ভালোবাসা’ নামের কর্মসূচি।

এই আয়োজনের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মেহেদী হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন গাছে পাখির নিরাপদ বসবাসের জন্য হাঁড়ি বেঁধে দেন প্রাধিকারের সদস্যরা।

প্রাধিকারের সভাপতি আবু ইরবাত আহমেদ রাফি জানান, প্রতি বছর ভালোবাসা দিবসে প্রকৃতি ও প্রাণীর জন্য ভালোবাসা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। এ বছর ক্যাম্পাসের আশেপাশের কয়েকটি টিলার ১৪টি গাছে ১৪টি হাঁড়ি বেঁধে দেয়া হয়েছে।

পাখিরা যাতে নিরাপদে আবাস গড়ে তুলতে পারে, এ জন্য এই হাঁড়িগুলো বাধা হয়েছে বলে জানান তিনি।

রাফি বলেন, ‘এবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সীমিত আকারে কর্মসূচি পালন করা হয়েছে। তবে আমাদের সংগঠনের সদস্যরা নিজ নিজ বাড়ির পাশে গাছে হাঁড়ি বেঁধে এই কর্মসূচিতে একাত্ম হয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের পাশের নয়াবাজার এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওরাও সম্প্রদায়ের লোকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে প্রাধিকার।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, পরিবেশকর্মী ওয়াজি আহমেদ অমু।

উপস্থিত ছিলেন প্রাধিকারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ সংগঠনের সদস্যরা।

এ বিভাগের আরো খবর