কক্সবাজারের চকরিয়া খুটাখালীর ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোটরসাইকেল চুরির অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।
নিউজবাংলাকে রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলা মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মো. শাহরিয়া, একই এলাকার নুরুল আমিন ও মো. তারেক।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।