সরকার করোনার টিকা দিয়ে বিএনপিকে মেরে ফেলতে চায়, দলের মুখপাত্র রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের মধ্যে দিনাজপুরে সস্ত্রীক টিকা নিয়েছেন দলটির একজন নেতা।
রোববার দিনাজপুর জেনারেল হাসপাতালে এসে টিকা নেন তিনি। তার আগে অনলাইনে নিবন্ধনও করেন তিনি।
মোকাররম হোসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার পারভেজ সোহেল রানা জানান, মোকাররম হোসেন বেলা সাড়ে ১১টার দিকে টিকা নেন। এরপর নেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
বাংলাদেশ অক্সফোর্ড উদ্ভাবিত কোভিশিল্ড টিকা এনেছে প্রয়োগের জন্য। এই টিকা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট, যেখানে উৎপাদিত হয় বিশ্বের ৬০ শতাংশ টিকা।
তবে ভারতের টিকা নিরাপদ নয়, এমন দাবি করে রিজভী টিকা না নিতে ক্রমাগত বক্তব্য দিয়ে এসেছেন বিভিন্ন অনুষ্ঠানে। তার দাবি, এই টিকা দিয়ে মানুষ বাঁচবে না।
তবে গত ২৭ জানুয়ারি টিকা কার্যক্রম উদ্বোধন এবং ৭ ফেব্রুয়ারি গণটিকা শুরু হওয়ার পর টিকা নিতে মানুষ যে ব্যাপকভাবে আগ্রহী সেটা বোঝা যাচ্ছে। টিকা দিয়ে ফেসবুকে ক্রমাগতভাবে ছবিও পোস্ট করছে হাজার হাজার মানুষ।
টিকা নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি টিকা নেবে না এমন বক্তব্য কখনও দেয়নি।
দিনাজপুরের বিএনপি নেতা মোকাররম টিকা নেয়ার পর তার অভিজ্ঞতা বর্ণনা করে বিকেল চারটার দিকে নিউজবাংলাকে বলেন, সাধারণ জনগণ সবাই টিকা নিচ্ছে, এ জন্য আমি এবং আমার স্ত্রী টিকা নিলাম। বর্তমানে আমরা দুই জনই সুস্থ আছি, ভালো আছি।