বন কর্মকর্তারা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল পর্যটকের সমাগম হয় লাউয়াছড়া উদ্যানে। এই সুযোগে ২০ থেকে ২৫ জনের একটি দল করাত দিয়ে প্রধান ফটকের কাছের ১০০ ফুটের বেশি উচ্চতা এবং পাঁচ ফুট বেড়ের একটি সেগুন গাছ কেটে ফেলে।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ কেটে নেয়ার চেষ্টা হয়েছে।
উদ্যানের প্রধান ফটকের তিনশ গজের মধ্যে শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বন কর্মকর্তারা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল পর্যটকের সমাগম হয় লাউয়াছড়া উদ্যানে। এই সুযোগে ২০ থেকে ২৫ জনের একটি দল করাত দিয়ে প্রধান ফটকের কাছের ১০০ ফুটের বেশি উচ্চতা এবং পাঁচ ফুট বেড়ের একটি সেগুন গাছ কেটে ফেলে।
কাটা সেগুন গাছটি বিকট শব্দে মাটিতে পড়লে প্রধান ফটকে থাকা কয়েকজন সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্য, ট্যুরিস্ট গাইড ও বনকর্মী এগিয়ে আসেন। তারা চোরচক্রকে ধাওয়া করলে করাত, জামা ও কাটা গাছ ফেলে তারা পালিয়ে যায়।