বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৪৪

স্থানীয়রা জানান, রাত ৮টার পর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা রংপুরগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় চুকনগর থেকে ছেড়ে যাওয়া মদনপুর গামী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

খুলনার চুকনগরে বাস-ইজিবাইক সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকটির চালক সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামের ইউনুস আলী, হাবিবুর রহমান ও তার ভগ্নিপতি পাইকগাছা উপজেলার রাজিবুল ইসলাম।

স্থানীয়রা জানান, রাত ৮টার পর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা রংপুরগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় চুকনগর থেকে ছেড়ে যাওয়া মদনপুর গামী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

তারা জানান, ইজিবাইকের ভেতরে থাকা তিন যাত্রীই মারাত্মকভাবে আহত হন। লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষনা করেন। আহত অপরজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

বাসটির দুজন যাত্রী রফিকুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ জানান, অনেক দ্রুতগতিতে চলায় বাসটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ‘ দুর্ঘটনার পর বাসটি রংপুরের উদ্দেশে না গিয়ে চুকনগর বাসস্ট্যান্ড থেকে গতিপথ পরিবর্তন করে খুলনার দিকে চলে যায়। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বাসটি রেখে চালকসহ বাকি কর্মীরা পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে চুকনগর হাইওয়ে থানায় নেয়া হয়।’

এ বিভাগের আরো খবর