প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।কুলাইড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর সন্ধ্যা ৬টার দিকে চলাচল স্বাভাবিক হয়েছে।এর আগে বেলা ২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেনের ১২টি বগির মধ্যে একটি বগির চারটি চাকা শনিবার দুপুরে লাইনচ্যুত হয়। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুলাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়।’তিনি বলেন, ‘দুর্ঘটনার পর সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত ও কুলাউড়ায় সিলেটগামী পাহাড়িকা ট্রেন আটকা পড়ে। তবে সন্ধ্যার পর চলাচল স্বাভাবিক হয়।’৪ ফেব্রুয়ারি রাত ১২টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝামাঝি গুতিগাঁও এলাকায় লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনের সাতটি বগি। এতে প্রায় ২৭ ঘণ্টা বন্ধ ছিলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। ১০ দিনের মধ্যে সিলেট-আখাউরা রুটে আবার ট্রেন দুর্ঘটনা ঘটল।
৪ ঘণ্টা পর চালু সিলেটের রেল চলাচল
বেলা ২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
-
ট্যাগ:
- ট্রেন
এ বিভাগের আরো খবর/p>