কিশোরগঞ্জের ভৈরবে প্রাতর্ভ্রমণে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শরিবার সকাল পৌনে ৭টার দিকে ভৈরবের মেঘনাপাড়ে রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুকিত ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত নিতাই চন্দ্র ভৈরবাজারের ডালপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে।
নিহত ব্যক্তির ছেলে রাজিব সাহা বলেন, ‘বাবা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হতেন। শনিবার সকালেও বের হয়েছিলেন। পরে আমরা তার মরদেহ পাই। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, নিতাই চন্দ্র সাহা সকালে হাঁটতে বের হয়ে রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে। সেটা নিয়ে কাড়াকাড়ির একপর্যায়ে ছিনতাইকারীরা তার বাঁ পায়ের হাঁটুর ওপর ছুরিকাঘাত করে চলে যায়।
ওসি মো. শাহিন জানান, এ সময় প্রত্যক্ষদর্শীরাও ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কেউ তাকে হাসপাতালে নিয়ে আসেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশায় তুলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে।
ওসি আরও জানান, দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।