বগুড়ায় আগামী ৮ মার্চ থেকে পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিক যৌথ কমিটি।
শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
বগুড়ার চারমাথা এলাকায় বৈঠক শেষে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘বগুড়া বাস টার্মিনালে হামলার আসামিকে গ্রেপ্তার, অতিরিক্ত জেলা প্রশাসককে অপসারণ এবং মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর মামলা তুলে না নিলে ৮ মার্চ থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।’
আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার বগুড়া জেলা মটর মালিক গ্রুপের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়। মামলায় ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৪৭৫ জনকে।
এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ পরিদর্শক নান্নু খান, আরেকটির বাদী যুবলীগ নেতা ও মোটর মালিক গ্রুপের কর্মকর্তা আমিনুল ইসলাম। অন্যটির বাদী মশিউল আলম।