মৌলভীবাজারের কমলগঞ্জের কালাছড়া বনবিট এলাকায় গাছ কাটার সময় চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালমতি ভানু ছাতকছড়া এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।
স্বজনরা জানান, কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে যান লালমতি। সেখানে আগে থেকেই বনের গাছ কাটছিলেন শ্রমিকরা। ওই সময় একটি গাছের নিচে চাপা পড়েন তিনি।
লালমতি গাছের নিচে চাপা পড়লেও প্রথমে কেউ দেখেনি। পরে শ্রমিকদের নজরে এলে তাকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বনবিটের গাছ মহালদার ফজলুর রহমান নিউজবাংলাকে জানান, এগুলো সামাজিক বনায়নের গাছ। বন বিভাগ থেকে নিলামে পেয়ে তিনি গাছগুলো কাটাচ্ছেন। শ্রমিকদের কাছ থেকে তিনি দুর্ঘটনার বিষয়ে জেনেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহেল রানা জানান, পুলিশ হাসপাতালে যাচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।