গোপালগঞ্জ সদর উপজেলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরের এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেছেন বৃদ্ধার ছেলে।
ওই নারীর ছেলে জানান, নাতিকে সঙ্গে নিয়ে উপজেলার মাঝিগাতি ইউনিয়নের একটি চালকলে চাল গুঁড়া করতে গিয়েছিলেন বৃদ্ধা। ওই সময় চালকলের মালিক তার ঘরের জিনিসপত্র দেখাতে পাশের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনা আঁচ করতে পেরে বৃদ্ধার নাতি চিৎকার শুরু করে। পরে চালকলের মালিক কক্ষ থেকে বের হয়ে নাতিকে চড়-থাপ্পড় মারতে থাকেন।
ছেলে আরও জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে চালকলের মালিক পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মাকে গোপালগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হযরত নিউজবাংলাকে জানান, ছেলের অভিযোগের সূত্র ধরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, চালকলের মালিককে আটকে অভিযান শুরু হয়েছে। শিগগিরই তাকে আটক করা যাবে।
ওসি আরও বলেন, শনিবার বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার পর ঘটনার সত্যতা জানা যাবে।