ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদরাসা পড়ুয়া আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে একই মাদরাসার আরেক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ১৬ বছর বয়সী ওই কিশোর মাদরাসায় পড়ার পাশাপাশি হুজুর হিসেবে তার নিচের ক্লাসের ছাত্রদের ক্লাস নিত।
শুক্রবার দুপুরে বলাৎকার হওয়া শিশুটিকে মাদরাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা মামলা করার পর বিকালে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
এসময় বলাৎকারের ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটি।
সে বলে, ‘অত্যাচার সহ্য করতে না পেরে আমি মাদরাসা থেকে বাড়িতে গিয়ে বিষয়টি আম্মাকে জানাই। কাউকে এ ঘটনা বললে হুজুর আমাকে মেরে ফেলবেন বলেও ভয় দেখান।’
বলাৎকারের শিকার শিশুটি অসুস্থ হওয়ার পর শুক্রবার বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বলে। পরে পরিবারের লোকজন এলাকাবাসীকে জানালে তারা ক্ষেপে ওঠে।
স্থানীয়রা ওই মাদরাসায় গিয়ে অভিযুক্ত ছাত্রকে মারধর করে। পরে মাদরাসার পরিচালক ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেন।
সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে মাদরাসায় গিয়েছি। শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’