মেহেরপুরের গাংনীতে গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।
উপজেলার সাহারবাটি গ্রামে আত্তাব আলীর কাঁঠালবাগানে শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নসিয়া খাতুন ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন একই গ্রামের সাহরা খাতুন ও তাজুল ইসলাম।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক নিউজবাংলাকে জানান, হতাহতদের বাড়ির পাশের কাঁঠালবাগানে গাছ কাটা হচ্ছিল। ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গেলে একটি গাছ তাদের ওপর পড়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নসিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান নিউজবাংলাকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।