যশোরের মণিরামপুরে ঝাঁপা বাঁওড়ে পিকনিকে গিয়ে নিখোঁজ কলেজছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাঁওড় থেকে শুক্রবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। যশোর শহরের পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে সে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে শোয়েবসহ ১৮ শিক্ষার্থী বাঁওড়ের রাজগঞ্জ বাজার সংলগ্ন স্থানে পিকনিকে যায়। দুপুরে নৌকায় ঘোরার সময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে বাঁওড়ে লাফিয়ে পড়ে শোয়েব ও তার দুই বন্ধু। বন্ধুরা তীরে উঠলেও ডুবে যায় শোয়েব।
শোয়েব ডুবে যাওয়ার পরপরই তাকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পানিতে নামে মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা। বিকেল সাড়ে ৩টা থেকে অংশ নেয় ডুবুরিরা। তবে খোঁজ না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় সাংবাদিক জিএম বাবু জানান, শুক্রবার প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর শোয়েবের মরদেহ রাজগঞ্জ বিদ্যালয় সংলগ্ন বাঁওড়ের কাছে ভাসতে দেখা যায়। পরে প্রায় ২৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শোয়েবের মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।