নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১২ বছরের এক শিশু।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ বিয়ের আয়োজন করা হয়। পরে প্রশাসন গিয়ে তা বন্ধ করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, রাতে ১২ বছরের এক মেয়ের বিয়ের আয়োজন চলছে, এমন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে তারা যাওয়ার আগেই বরপক্ষের লোকজন গা-ঢাকা দেয়। পরে বাল্যবিয়ের আয়োজন করায় শিশুটির বড় বোন ও দুলাভাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ সময় বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে জানানো হয়। ওই শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়ার মুচলেকাও নেয়া হয়।